Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২৩ | ১২ আশ্বিন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কুয়েতে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন ক্রাউন প্রিন্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১২:০৪ AM
আপডেট: ২৪ জুন ২০২২, ১২:০৪ AM

bdmorning Image Preview


পার্লামেন্ট ভেঙে দিয়েছেন কুয়েতের ক্রাউন প্রিন্স মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ।

বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেছেন, কয়েক মাসের মধ্যেই দেয়া হবে নতুন নির্বাচন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ভাষণে তিনি বলেছেন, আমরা সাংবিধানিকভাবে জাতীয় পরিষদের বিলুপ্তি এবং নতুন নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন বা পার্লামেন্টে পরবর্তী স্পিকার বাছাই- কোনো ক্ষেত্রেই আমরা হস্তক্ষেপ করবো না।

ক্রাউন প্রিন্স উল্লেখ করেন আঞ্চলিক অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে একটি নিরেট ও নতুন উদ্যোগ জরুরি। তার ভাষায়, লেজিসলেটিভ এবং নির্বাহী প্রতিষ্ঠানগুলোর কাছে সন্তুষ্ট নন আমাদের জনগণ। উভয় দলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে দেশের উন্নয়ন ও জাতীয় ঐক্যে বিঘ্ন ঘটছে বলে উল্লেখ করেন তিনি। 

Bootstrap Image Preview