Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ০৪:০৪ PM
আপডেট: ২০ জুন ২০২২, ০৪:০৪ PM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় এক কিশোরীকে (১৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। সোমবার (২০ জুন) স্থানীয় পুলিশ এমনটি জানিয়েছে।  

মুজাফফারনগর পুলিশের এসপি মার্তন্ড প্রকাশ সিং জানান, অভিযুক্তের নাম রবি। তিনি মুজাফফারনগরের বাসিন্দা। এরইমধ্যে এ ঘটনায় কিশোরীর বাবা তেজভির সিং একটি মামলা করেছেন। পুলিশ জানায়, উত্তর প্রদেশের নাগলা বোহরা গ্রামে রোববার (১৯ জুন) রাতে ঘটনাটি ঘটে। রবি একটি বিয়ের কার্ড নিয়ে ওই কিশোরীর বাড়িতে এসেছিলেন। কার্ড নেওয়ার সময় রবি ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করেন। এ সময় ওই কিশোরীর মা সুনিতা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করেন রবি। এ ঘটনার পর আত্মহত্যা করার চেষ্টা করেন রবি।  

তেজভির সিং অভিযোগে জানান, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় তার মেয়েকে হত্যা করেছেন রবি।  মুজাফফারনগর পুলিশের সার্কেল অফিসার ধর্মেন্দ্র চৌহান বলেন, সুনিতা ও রবি চিকিৎসাধীন রয়েছেন।  

Bootstrap Image Preview