Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্যা কবলিত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার চাকরিচ্যুত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ০৩:৩৯ PM
আপডেট: ২০ জুন ২০২২, ০৩:৩৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


 যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় হবিগঞ্জ-সিলেট রুটের চারটি বাসের আটজন চালক ও কন্ডাক্টরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (২০ জুন) দুপুরে এ তথ্য জানা গেছে।সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানিয়েছেন- বাংলানিউজে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়।

তিনি বলেন, ৪টি গাড়ির চারজন চালক ও চারজন কন্ডাক্টরের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় রোববার রাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত ৯টি গাড়ির আরও ১৮ জন শ্রমিকের বিরুদ্ধে একই অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদেরও অব্যাহতি দেওয়া হবে।

শঙ্খ শুভ্র আরও বলেন, পরবর্তীতে সমিতির পক্ষ থেকে আর কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অব্যাহতি প্রাপ্ত শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন না। আর যেন কোনো যাত্রী হয়রানির শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকা হবে।

প্রসঙ্গত, গত শনিবার হবিগঞ্জ-সিলেট লাইনে ১৮০ টাকা ভাড়ার জায়গায় সর্বোচ্চ সাড়ে ৩শ’ টাকা নেওয়ার অভিযোগ ওঠে বাস কর্মচারীদের নামে। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সমিতির কর্মকর্তারা সংবাদকর্মীর কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত শুরু করেন।

Bootstrap Image Preview