Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জুয়ার আসরে বজ্রপাতে ৬ জন আহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ০২:১৯ PM
আপডেট: ২০ জুন ২০২২, ০২:১৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বগুড়ার শিবগঞ্জ উপ‌জেলায় জুয়ার আসরে বজ্রপাতে ৬ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুন) বিকেলে উপজেলার গড় মহাস্থান উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- বগুড়া শিবগঞ্জ উপজেলার গড় মহান্থান গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল (৩৫), শফিকুলের ছেলে সুমন (৩৫), আলা উদ্দিনের ছেলে রব্বানী (২৪), আইয়ুব আলীর ছেলে মোমিন (২৬), কিয়ামত আলীর ছেলে এলিম (২২) ও আবুল হোসেনের ছেলর মন্টু (৩০)।  

জানা যায়, রোববার বিকেলে গড় মহাস্থান গ্রামের ৮ যুবক উত্তরপাড়ার মোবারক আলীর ইউকেলিপটাস বাগানে জুয়ার আসর বসায়। বিকেল ৪টার দিকে জুয়ার আসর চলাকালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই আসরের ৬ জন আহত হন। প‌রে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং রব্বানী, জুয়েল ও সুমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বেলাল মন্ডল বলেন, আহতরা সবাই চিহ্নিত জুয়াড়ি। তারা প্রতিদিনই বিভিন্ন স্থানে জুয়ার আসার বসিয়ে জুয়া খেলে।ছিলিমপুর ও মে‌ডি‌ক্যাল ফা‌ড়ির এ‌টিএসআই লালন হো‌সেন ব‌লেন, বর্জ্রপা‌তে আহত হ‌য়ে তা‌দের কা‌রোরই জ্ঞান ছি‌লে না। তা‌দের চিকিৎসা চল‌ছে।

Bootstrap Image Preview