Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে বন্যায় আটকে পড়া ২১ ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করা হচ্ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০৯:৩৫ PM
আপডেট: ১৭ জুন ২০২২, ০৯:৩৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সুনামগঞ্জের চলমান বন্যায় আটকে পড়ে শহরের পানসী রেস্টুরেন্টে অবস্থান নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেন। জানা যায়, পানসী রেস্টুরেন্ট থেকে তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। তারা পানি দিয়ে হেঁটে সেখানে যাচ্ছেন।

এ বিষয়ে আটকা পড়াদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শোয়াইব আহমেদ বলেন, ‘৪টার পর ডিসি এসে আমাদের সাথে দেখা করেছেন এবং কথাবার্তা বলে গেছেন। আমরা এখন পানি দিয়ে হেটে সুনামগঞ্জ পুলিশ লাইনে যাচ্ছি। নৌকা দিয়ে আমাদের জিনিসপত্রগুলো পাঠিয়ে দেয়া হয়েছে। প্রক্টর স্যার এবং চ্যায়রম্যান স্যার (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) ফোন দিয়েছেন। তারা ওখানে চলে যেতে বলেছেন। ওখানে এসপি থাকার ব্যবস্থা করেছে এবং খাবার দাবারের ব্যবস্থা করেছে। বাকি ব্যবস্থা সেখানে গেলে জানতে পারবো।’উদ্ধারকাজের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী  বলেন, ‘ওদেরকে পানসী হোটেল থেকে উদ্ধার করে আরেকটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন তাদের নিয়ে যাচ্ছে। ‌অলরেডি তারা রওনা হয়েছে।’

এর আগে গত ১৪ জুন রাতে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে সুনামগঞ্জ গিয়ে ১৫ জুন দিনের বেলা ঘোরাঘুরি করেন তারা। তারপর পানি বাড়লে সেখানে তারা আটকা পড়ে যান। পরবর্তী সময়ে তারা একটি ট্রলারের করে সুনামগঞ্জ শহরে পৌঁছান এবং পানসী রেস্টুরেন্টে অবস্থান নেন। সেখানে খাবার এবং বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি বিদ্যুৎ, ফোনে চার্জ ও নেটওয়ার্ক না থাকায় আতঙ্কিত অবস্থায় ছিলেন তারা।এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন আটকে পড়া শিক্ষার্থী এবং সুনামগঞ্জের স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদেরকে উদ্ধারের উদ্যোগ নেয়।

Bootstrap Image Preview