Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদ: বিক্ষোভকারী প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত, আতঙ্কে বাংলাদেশিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২২, ০১:১৮ AM
আপডেট: ১৩ জুন ২০২২, ০১:৪৪ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও তার সহকর্মী নবীন জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কুয়েত শহরে প্রবাসীরা বিক্ষোভ করেছে। এই নিয়ে দেশটির সরকার এসব বিক্ষোভকারীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার কুয়েতে বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেফতার ও নিজ দেশে ফেরত পাঠানোর মতো সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দেশটির সরকার আরও জানিয়েছে, এখানে প্রত্যেক অভিবাসীর উচিত আইনকে সম্মান করা এবং যেকোনো ধরণের বিক্ষোভে অংশ না নেওয়া। 

আরব টাইমস জানিয়েছে, শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর ফাহাহিল এলাকায় প্রবাসীরা আল্লাহু আকবর বলে স্লোগান দেয়। এই প্রবাসী মুসলিমদের বেশিরভাগ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। বিক্ষোভের একটি ভিডিওতে ৪৫-৫০ জন মানুষকে ‘আল্লাহু আকবার’, ‘লা ইলাহা ইল্লালাহ’ স্লোগান দিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। তবে এই বিক্ষোভকারীদের মধ্যে প্রবাসী বাংলাদেশি কেউ আছেন কি না, সে বিষয়ে জানা যায়নি।

ইতোমধ্যে দেশটির সরকার বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে দেশটির গোয়েন্দারা বিক্ষোভে অংশ নেওয়াদের গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে।

খবরে বলা হয়েছে, তাদের ভিসা বাতিল করা হবে পাশাপাশি পুনরায় তাদের কুয়েত প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা জারি করা হবে। কুয়েতের আইন অনুসারে, প্রবাসীরা দেশটিতে কোনো ধরনের অবস্থান বা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করতে পারেন না। 

Bootstrap Image Preview