Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ‘অতিরিক্ত মদ্যপানে’নারী পর্যটকের মৃত্যু, আটক ২ বন্ধু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৩:৫৭ AM
আপডেট: ০৯ জুন ২০২২, ০৩:৫৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকা থেকে বান্দরবান আসা এক নারী পর্যটক অসুস্থ হয়ে মারা গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সঙ্গে আসা দুই পুরুষ বন্ধুকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে বান্দরবান সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে সদর থানার পরিদর্শক এসআই মির্জা উদ্দিন জানান।  

‘অতিরিক্ত মদপানে শ্বাসকষ্টে’ ২২ বছর বয়সী এই তরুণীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

তিনি ঢাকার গুলশান থানার সাঈদনগর এলাকা থেকে এসেছেন বলে জানায় পুলিশ।

তার সঙ্গে আসা দুই যুবক হলেন নেহাল ও আসিফ।

দুই বন্ধুর বরাত দিয়ে পরিদর্শক মির্জা উদ্দিন বলেন, সোমবার ঢাকা থেকে বান্দরবানে বেড়াতে আসেন এই তিন জন। শহরে পৌঁছার চার কিলোমিটার আগে রেইছা এলাকায় গ্রীনপিক নামে একটি রিসোর্টে ওঠেন তারা। তিনজন মিলে ঢাকা থেকে নিয়ে আসা একটি বিদেশি মদ খেলে মেয়েটির শ্বাসকষ্ট বেড়ে যায়।

মির্জা জানান, বুধবার সকালে তাকে শহরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

“বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।”

বান্দরবান জেলা সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে তার শ্বাসকষ্ট বেড়ে মৃত্যু হয়ে থাকতে পারে।

লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে পরিদর্শক মির্জা উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মেয়েটির দুই বন্ধু নেহাল ও আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Bootstrap Image Preview