Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীতাকুণ্ডে আগুনেও সরকারের দায়: ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২২, ০২:৪৭ PM
আপডেট: ০৫ জুন ২০২২, ০২:৪৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নানা উন্নয়নের কথা বারবার বলেছে সরকার। তবে আমরা দেখছি সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। এই অগ্নিকাণ্ড প্রমাণ করে তারা কত মিথ্যা কথা বলেন।’

ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে রোববার দুপুর ১২ টার দিকে এ কথা বলেন তিনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার একটি কনটেইনার ডিপোতে রোববার রাত ৯টার দিকে আগুন লাগে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীও রয়েছেন।

আগুনে দগ্ধ ও আহত হয়েছে শতাধিক মানুষ। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীদের রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি জানানো হয়নি বলে অভিযোগ করেছেন সংস্থাটির কর্মকর্তা।

তবে ডিপো কর্তৃপক্ষের অভিযোগ, তারা রাসায়নিকের কথা জানিয়ে পানির পরিবর্তে এক্সটিংগুইশার ব্যবহারের কথা বললেও ফায়ার সার্ভিস তা শোনেনি।

মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনায় আমরা শুধু শোকাহত নয় আমরা ক্ষুব্ধ ও বিস্মিত। সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। শুধু তাই নয় সেখানে যারা আহত হয়ে মেডিক্যালে চিকিৎসা নিতে যাচ্ছেন তারাও সঠিক সেবা পাচ্ছেন না।’

Bootstrap Image Preview