Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দ্রব্যমূল্যের দাম কমানো দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২২, ০৫:১২ PM
আপডেট: ০৪ জুন ২০২২, ০৫:১২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। শনিবার দুপুর ২টা থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে ওই এলাকার সকল পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়। এতে করে মিরপুর ১০ নম্বর থেকে শুরু করে আশেপাশের সকল সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যর যাত্রীরা। বিক্ষোভস্থলের আশেপাশে পুলিশ অবস্থান করছে।

পুলিশ জানিয়েছে,  দ্রব্যমূল্যর দাম কমানো ও কারখানা থেকে বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছে। শ্রমিকদের অবস্থানের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তাই তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।  

১০ নম্বর এলাকার এরাবিয়া  গামেন্টস এর কর্মি মুক্তা বলেন। সব জিনিসের দাম বেড়েছে। বেতন বাড়েনি।

হয় দাম কমাতে হবে। না হয় বেতন বাড়াতে হবে। লর্ড স্টারের কর্মী সীমা বলেন যে বেতন পাই তা দিয়ে জীবন চলে না। তাই রাস্তায় নেমেছি।

Bootstrap Image Preview