Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতে গেছে?, মেসিদের কটাক্ষ করে নেইমারের মন্তব্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২২, ০১:২১ PM
আপডেট: ০৩ জুন ২০২২, ০১:২১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জেতে আর্জেন্টিনা। এমন এক শিরোপা জেতার পর মাঠে বাঁধভাঙা উচ্ছ্বাস করবে আর্জেন্টিনা এটাইতো স্বাভাবিক। আর আর্জেন্টিনা ফুটবল দল করেছেও তা। তবে তাদের উদ্‌যাপন থামেনি ড্রেসিংরুমে গিয়েও। এক বছরের মধ্যে দ্বিতীয় শিরোপার উল্লাসে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও টেনে আনে আর্জেন্টিনার খেলোয়াড়রা, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত ছড়িয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ব্রাজিলকে খুঁচিয়ে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেল?'

আর্জেন্টিনার ফুটবলারদের এমন উদ্‌যাপন স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি ব্রাজিলের ভক্ত ও সমর্থকরা। নিজেদের উল্লাসে আরেক দলকে টেনে আনায় সমালোচনাও শুনতে হয়েছে আলবিসেলেস্তেদের। যেখানে এবার খোদ যোগ দিলেন ব্রাজিল তারকা নেইমারও।

ইনস্টাগ্রামে ফুটিলিটিতে একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার সেই গান গেয়ে উদ্‌যাপনের ভিডিও। সেখানে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের কটাক্ষ করে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’ যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেইমারের সেই কমেন্ট।

যদিও এখন পর্যন্ত আর্জেন্টাইন কোনো খেলোয়াড় নেইমারের সেই মন্তব্যের পাল্টা মন্তব্য দেয়নি। 

কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ ব্যতীত ব্যক্তি ও খেলোয়াড়ি জীবনে মেসি ও নেইমার খুবই কাছের বন্ধু। দীর্ঘদিন একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন তারা। এখন রয়েছে পিএসজিতে। যেখানে মেসি ছাড়াও ডি মারিয়া, লেওনার্দো পারেদেসদের সঙ্গে খেলেন নেইমার।
 

Bootstrap Image Preview