Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রয়েল টিউলিপ হোটেলে তরুণীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২২, ০১:২৩ PM
আপডেট: ১৯ মে ২০২২, ০১:২৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কক্সবাজারের ইনানীতে তারকা মানের আবাসিক হোটেল রয়েল টিউলিপে এক নারী পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী পরিচয় দেয়া প্রেমিক নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে ওই তরুণীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. সেলিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বুধবার সকালে মারফুয়া খানম ও নাছির উদ্দিন নামে দুইজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রয়েল টিউলিপের ৫১০১ নম্বর কক্ষে ওঠেন। এরপর তারা ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র হোটেল কক্ষে রেখে সমুদ্র সৈকতে যান। দুপুরে খাবার শেষে নিজেদের কক্ষে অবস্থান নেন দুইজন। এর কিছুক্ষণ পর তরুণীর শ্বাসকষ্টজনিত সমস্যার কথা জানালে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজারেরর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘ওই তরুণীর মরদেহ ময়নাতদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে স্বামী পরিচয় দেয়া নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রেমিক-প্রেমিকা বলে স্বীকারোক্তি দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ওই তরুণীর অভিভাবকদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে পৌঁছার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে বুধবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর এক পর্যটক তরুণীর মৃত্যু হয়। গত ১১ মে ঢাকা থেকে চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে হোটেল বিচ হলিডে-তে উঠেন ওই তরুণী। গত ১৪ মে সকালে সেখানে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।

এ ঘটনায় তরুণীর সঙ্গে আসা চার বন্ধুর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)। লাবণী আকতার নামে ওই তরুণীও যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

 

Bootstrap Image Preview