Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজারে কাঁচা পেঁপে ৮০ টাকা কেজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২২, ০৩:৫৬ PM
আপডেট: ১৮ মে ২০২২, ০৩:৫৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর বাজারগুলোতে পেঁপের সরবরাহ কমে গেছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সবজি ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন সময় পেঁপের দাম বেড়েছে, আবার কমেছে, কিন্তু কখনো ৮০ টাকায় পৌঁছায়নি। মূলত বাজারে পেঁপের সরবরাহ কম থাকার কারণেই এই দামে বিক্রি হচ্ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার জোয়ারসাহারা বাজারে গিয়ে সবজির বেশির ভাগ দোকানেই পেঁপে পাওয়া যায়নি। দু-একটি দোকানে পেঁপে থাকলেও দামে আগুন। ৮০ টাকার নিচে বিক্রি করছেন না খুচরা ব্যবসায়ীরা। বাজারের সবজি বিক্রেতা মো. আলম কালের কণ্ঠকে বলেন, ‘কারওয়ান বাজারে পেঁপের সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই দাম অনেক বেশি। আমাদেরই ৬০ টাকা কেজি পাইকারি কিনে আনতে হচ্ছে। ’

কাঁচা পেঁপে বারোমাসি সবজি হলেও বর্তমানে নরসিংদীর পাইকারি ও খুচরা সবজির হাটগুলোতে সংকট দেখা দিয়েছে। মৌসুম না হওয়ায় পাইকারি হাটগুলোতে চাহিদার তুলনায় জোগান একেবারেই কম। এতে যে পরিমাণ পাওয়া যাচ্ছে তা চড়া দামে বিক্রি হচ্ছে। নরসিংদীর পাইকারি ও খুচরা সবজি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা। তবে ছোট আকারের পেঁপে ৫-১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।

গতকাল মঙ্গলবার নরসিংদী শহরের তিনটি বাজার ঘুরে দেখা গেছে, দু-একজন ছাড়া কারো কাছে পেঁপে নেই। যেগুলো পাওয়া যাচ্ছে তা মাঝারি আকারের চেয়েও তুলনামূলক ছোট।

Bootstrap Image Preview