Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসলামী বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২২, ১২:৪০ AM
আপডেট: ১৮ মে ২০২২, ১২:৪০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বীর মুক্তিযোদ্ধাদের জঙ্গির সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ায় ইসলামী বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মে) রাত ৮টার দিকে শাহবাগ থানায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন মামলাটি করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার মঙ্গলবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘মুক্তিযুদ্ধাদের কটাক্ষ করার অপরাধের একটি অভিযোগ থানায় এসেছে ডিজিটাল নিরাপাত্তা আইনে মামলা নেওয়ার জন্য। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে।

সেখান থেকে মতামত আসার পর মামলা নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ’ 

উল্লেখ্য, ২-৩ দিন আগে ফেসবুকের একটি টকশোতে এনায়েতউল্লাহ আব্বাসী মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গির সঙ্গে তুলনা করেন। ভার্চুয়াল সংযোগের মাধ্যমে টকশোটি অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্য আলোচকের সঙ্গে যুক্ত ছিলেন এনায়েতউল্লাহ আব্বাসী। এক পর্যায়ে তিনি মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেন।  

Bootstrap Image Preview