Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২২, ০৬:১২ PM
আপডেট: ১৪ মে ২০২২, ০৬:১২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিধানসভা নির্বাচনের এক বছর আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার গভর্নর এসএন আরিয়ার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান তিনি।

এনডিটিভি জানিয়েছে, পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে বিপ্লব রাজ্য ভবনে গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বিধানসভা নির্বাচনের আগে বিপ্লবের পদত্যাগের কারণ নিয়ে খানিকটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিপ্লব কেন এভাবে পদ ছেড়ে দিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ত্রিপুরার রাজনীতিতেও নানা জল্পনা তৈরি হয়েছে। একটি সূত্রের দাবি, তাকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে এই খবরের আনুষ্ঠানিক সমর্থন মেলেনি।

Bootstrap Image Preview