Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অন্তত ৪ জানুয়ারি পর্যন্ত

হজের প্রস্তুতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২২, ০২:০৯ PM
আপডেট: ০১ মে ২০২২, ০২:০৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চলতি বছর পবিত্র হজ পালনে আগ্রহী বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ অন্তত আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের জন্য এটি প্রযোজ্য হবে। ঢাকায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা গতকাল শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা নতুন করে পাসপোর্ট নিতে হবে, তাদের অতি জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে বলা হয়েছে।

এদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে অন্য এক বিজ্ঞপ্তিতে হজযাত্রীদের টিকাসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, হজযাত্রীদের সৌদি সরকার অনুমোদিত দুই ডোজ কভিড টিকা ও বুস্টার ডোজ নেওয়া সংক্রান্ত সনদ পুরো সফরে ব্যবহারের লক্ষ্যে একাধিক কপি বা আইডি আকারে লেমিনেটেড কপি প্রস্তুত রাখতে হবে।

হজে যাওয়ার ৭২ ঘণ্টা আগে কভিড পরীক্ষার নেগেটিভ সনদ সঙ্গে নিতে হবে। সব স্থানে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক।  

Bootstrap Image Preview