Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির কমিটিতে আ.লীগ সমর্থিত সাবেক মহিলা মেম্বার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১০:৫১ PM
আপডেট: ২১ এপ্রিল ২০২২, ১০:৫১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন শাখা বিএনপির আহবায়ক কমিটিতে (আংশিক) এক আওয়ামী লীগ সমর্থিত সাবেক মহিলা ইউপি সদস্যের (মেম্বার) নাম অন্তর্ভুক্তির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকর্মীদের কাছে ওই ইউপি মেম্বার তার নাম বিএনপির কমিটিতে অন্তর্ভুক্তি করার প্রতিবাদ জানিয়েছেন।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার ফতেপুর ইউনিয়ন শাখা বিএনপির ২৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি। উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ ও সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত কমিটির নামের তালিকা সামাজিক মাধ্যমসহ নানাভাবে প্রকাশ করা হয়।

সেখানে দেখা যায়- কমিটির ২২ নম্বর সদস্য ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থিত সাবেক মহিলা মেম্বার মোছাম্মৎ রুবি আকতার। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক।

বিষয়টি নজরে এলে বৃহস্পতিবার বিকালে ওই সাবেক ইউপি মেম্বার মোছাম্মৎ রুবি আকতার গণমাধ্যমকর্মীদের কাছে বলেন, গত ১৮ এপ্রিল এলাকার এক ছোট ভাইয়ের মারফতে জানতে পারি ফতেপুর ইউনিয়ন শাখা বিএনপির আহবায়ক কমিটিতে আমাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এ ব্যাপারে আমার কোনো ধরনের সম্মতি নেই এবং আমি এ বিষয়ে কোনোভাবে অবহিত নয়।

তিনি আরও বলেন, আমি বর্তমান সরকারের শাসনামলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের এবং জনগণের সমর্থনে ২০১১ সাল থেকে পরপর তিনবার ফতেপুর ইউনিয়ন পরিষদের তিনটি ওয়ার্ডের (৪, ৫ এবং ৬নং ওয়ার্ড) মহিলা সংরক্ষিত আসনে নির্বাচন করে মহিলা মেম্বার হিসেবে নির্বাচিত হই। আমি ১১ বছর ধরে জনগণের সেবা করে আসছি। আমার সঙ্গে বিএনপির রাজনীতির সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমি আওয়ামী লীগের একজন সমর্থক।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন বলেন, ইউনিয়ন পর্যায়ের নেতাদের তথ্যমতে তাকে (মোছাম্মৎ রুবি আকতার) কমিটিতে রাখা হয়েছে। তবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে থাকতে না চাইলে করার কিছু নাই।

Bootstrap Image Preview