Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘অবন্ধুসুলভ’ দেশগুলোর প্রতি যে বার্তা দিল রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১০:৩১ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০২২, ১০:৩১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনতে রুবলে দাম পরিশোধের জন্য ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর এখনো সময় আছে বলে সোমবার জানিয়েছে ক্রেমলিন। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে এ পর্যন্ত ঠিক কতটি রাষ্ট্র রুবলের বিনিময়ে গ্যাস কিনতে রাজি হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

এর আগে চলতি বছরের ৩১ মার্চ 'অবন্ধুসুলভ দেশগুলো'কে রাশিয়ার গ্যাস কিনতে চাইলে অর্থ পরিশোধের জন্য গ্যাজপ্রম ব্যাংকে বিশেষ রুবল ও বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলতে হবে এবং রুবলের মাধ্যমেই রাশিয়ার গ্যাসের দাম মেটাতে হবে বলে এক ডিক্রি জারি করেন পুতিন। 

যদিও পুতিনের ওই সিদ্ধান্ত মেনে নিতে ইউরোপের অনেক দেশই অস্বীকৃতি জানিয়েছে। জার্মানি পুতিনের ওই পদক্ষেপকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করেছে। 
পেসকভ জানান, পুতিনের ডিক্রি চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে। 

এদিকে, রুবলে বিনিময়েই রাশিয়ার কাছ থেকে গ্যাস নেওয়া শুরু করেছে আর্মেনিয়া। দেশটির অর্থমন্ত্রী ভেগান কেরোবিয়ান এই তথ্য জানান বলে শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। 

Bootstrap Image Preview