Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে যে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন পাকিস্তানের নতুন সরকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১২:০২ PM
আপডেট: ১১ এপ্রিল ২০২২, ১২:০২ PM

bdmorning Image Preview
শাহবাজ শরিফ (বামে), বিলওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত


ক্ষমতার পালাবদলে নতুন মোড় নিয়েছে পাকিস্তানের রাজনীতি। পাকিস্তানের গণতন্ত্র কচু পাতার পানির মতো নড়বড়ে। দেশটির ৭৪ বছরের ইতিহাসে কোন সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। ইমরান খানের ক্ষেত্রেও তাই হয়েছে।

অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তানের দুর্বল অর্থনীতিকে সচল করা, জঙ্গিবাদ দমন এবং একসময়ের মিত্রদের সঙ্গে নড়বড়ে হয়ে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারের মতো বিষয়গুলোতে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে ইমরান খানের সম্ভাব্য উত্তরসূরিকে।

টানা প্রায় এক মাস নানা নাটকীয়তার পর পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। দেশটির ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি অনাস্থা ভোটে পদ হারিয়েছেন। ইতিহাস গড়েছেন বিরোধীরাও। এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পেরেছেন তারা।

বর্তমানে পাকিস্তানের রাজনীতির টালমাটাল অবস্থা। শনিবার (৯ এপ্রিল) দিনভর জাতীয় পরিষদে অধিবেশ চলার পর মধ্যরাতে অনেক নাটকীয়তার পর অনাস্থা ভোটে ইতিমধ্যে বিদায় নিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর মধ্য দিয়ে পাকিস্তানের রাজনীতি আবারও নতুন মোড় নিল। ইমরান খানের সম্ভাব্য উত্তরসূরি যিনিই হোক না কেন, ২২ কোটি জনসংখ্যার দেশটিকে নেতৃত্ব দিতে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে নতুন সরকারকে।

সংবাদমাধ্যম দ্য ডনের তথ্য বলছে, বিরোধী দলের নেতৃত্বে ছিলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। ফলে তিনিই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। তবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজের সামনে থাকা নানা চ্যালেঞ্জ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। আন্তর্জাতিক অঙ্গনে নতুন মুখ তিনি। তবে পাকিস্তানের রাজনীতিতে দক্ষ প্রশাসক হিসেবে তার সুনাম রয়েছে। বিশেষ করে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটে সরব থেকেছেন তিনি, লড়াই করেছেন দেশটির সুপ্রিম কোর্টেও।

গুঞ্জন রয়েছে, সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের জেরে ক্ষমতা হারাতে হয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকারকে। তবে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে শাহবাজের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাই শোনা যায়। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সব নীতি সেনাবাহিনীই নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষ করে দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি। বলা হয়, পাকিস্তানে ক্ষমতায় থাকার অন্যতম চাবিকাঠি সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক। সে হিসেবে বিশেষ সুবিধা পেতে পারেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রদেশ পাঞ্জাব। তিন দফায় ১২ বছর পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শাহবাজ। ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং টানা দুই দফায় ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন শাহবাজ। সে সময় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পে চীনের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে শাহবাজ শরিফের। সে হিসেবে চীনের সঙ্গে ইমরান খান যে সুসম্পর্ক বজায় রেখেছেন, শাহবাজও সেই ধারা অব্যাহত রাখতে পারবেন বলে মনে করা হচ্ছে।

জাতীয় রাজনীতিতেও নিজের ক্যারিশমা দেখিয়েছেন শাহবাজ। ২০১৮ সাল থেকে পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদলীয় নেতার পদ সামলেছেন। তবে ১৯৯৯ সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের পর শাহবাজকে কারারুদ্ধ করা হয়। এরপর নির্বাসিত হন সৌদি আরবে। পরে ২০০৭ সালে পাকিস্তানে ফিরে আসেন। ২০১৭ সালে প্রকাশিত পানামা পেপারসে নাম আসে তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। এরপর পিএমএলএনের হাল ধরেন শাহবাজ। সে বছরই স্থানীয় রাজনীতি ছেড়ে থিতু হন জাতীয় রাজনীতিতে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পিটিআই সরকারের তিক্ত সম্পর্ককে ইমরান খানের ক্ষমতাচ্যুতির অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিপরীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী শাহবাজ শরিফ। ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পর থেকেই সরকারের পতনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছেন ইমরান খান। শাহবাজ শরিফ তার ভাইয়ের মতোই মার্কিনপন্থি নীতিতে বিশ্বাসী।

পাকিস্তানের জনগণের ইচ্ছাতেই ইমরান খানের বিদায় হয়েছে দাবি করে দেশে সুদিন ফেরানোর অঙ্গীকার করেছেন শাহবাজ শরিফ। তবে পর্যবেক্ষকরা বলছেন, ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি, ডলারের বিপরীতে রুপির দরপতন ঠেকানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নসহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে শাহবাজ শরিফকে।

Bootstrap Image Preview