Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসছে রাশিয়ায় বিনিয়োগ: হোয়াইট হাউস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ০৪:১৯ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০২২, ০৪:১৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যান্য বিষয় ছাড়াও রাশিয়ায় বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, রাশিয়া সরকারের মূল চালিকা শক্তিকে দুর্বল করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে। বুধবার রাশিয়ান বার্তা সংস্থা তাস এই খবর দিয়েছে। 

জেন সাকি বলেন, এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে রাশিয়ান নতুন সব ধরনের বিনিয়োগ। আর রাশিয়াস্থ আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এ ছাড়া রাশিয়া সরকারের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ। এসব নিষেধাজ্ঞা রাশিয়ার রাষ্ট্র ক্ষমতার মূল চালিকা শক্তিকে দুর্বল করে দেবে। 

ওয়াশিংটনের আশা এসব নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর খুব তীব্র এবং তাৎক্ষণিক অর্থনৈতিক ক্ষতি বয়ে আনবে। 

জেন সাকি বলেছেন,  যুক্তরাষ্ট্র এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে রাশিয়া তার রিজার্ভের অবশিষ্ট বৈদেশিক মুদ্রা ব্যবহারে বাধ্য হয় বা তা খরচ করতে থাকে। উদ্দেশ্য হলো তাদের সেটি বেছে নিতে বাধ্য করা। 

তিনি বলেন, রাশিয়া অফুরন্ত সম্পদের মালিক নয়। বিশেষ করে ঠিক এই সময়ে যখন আমরা তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছি। তাদেরকে সঞ্চিত অবশিষ্ট বৈদেশিক মুদ্রা ব্যবহার বা খেলাপি হওয়া- যেকোনো একটি বেছে নিতে বাধ্য করা হবে।

Bootstrap Image Preview