Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আজ ২ এপ্রিল, আন্তর্জাতিক বালিশ-যুদ্ধ দিবস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ০৪:৪৮ PM
আপডেট: ০২ এপ্রিল ২০২২, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ছোটবেলায় সব ভাইবোন একসঙ্গে ঘুমাতাম। ঘুমানোর আগে হইহুল্লোড়, একটুখানি ঝগড়া যেন অবধারিতই ছিল। কখনো কখনো লেগে যেত মারামারিও। আর অধিকাংশ সময়ই ‘অস্ত্র’ থাকত বালিশ। বালিশ দিয়ে মারামারিকে অবশ্য খেলা হিসেবেও নিতাম আমরা। কেবল শৈশব-কৈশোর নয়, এই বালিশ-যুদ্ধ আমাদের জীবনের অনেকটুকু জায়গা দখল করে থাকে। বড়বেলায় তো এটি রীতিমতো প্রেমময় খুনসুটির সমার্থক!

মজার এই খেলা কিন্তু প্রতিযোগিতামূলক খেলা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়েছে বালিশ–যুদ্ধের পেশাদার চ্যাম্পিয়নশিপ। আয়োজনটি বেশ জমেও ছিল। খেলার আনন্দ আছে, কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা নেই বলে বালিশ-যুদ্ধ এরই মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

আজ ২ এপ্রিল, আন্তর্জাতিক বালিশ-যুদ্ধ দিবস। ২০০৮ সালে দিবসটি চালু হয়। চালু করে পিলো ফাইট ক্লাব নামের একটি সংগঠন। প্রতিবছর এপ্রিলের প্রথম শনিবার এটি পালিত হয়ে থাকে।

Bootstrap Image Preview