Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পুরুষ অভিভাবক ছাড়া ওমরাহ পালন করতে পারবে নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ০২:৩৭ PM
আপডেট: ০২ এপ্রিল ২০২২, ০২:৩৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পবিত্র ওমরাহ পালনের জন্য নারীদের ক্ষেত্রে আর পুরুষ অভিবাবকের আবশ্যকতা নেই বলে ঘোষণা দিয়েছিল সৌদি আরব। তবে দেশটির মুসলিম মনীষীদের কঠোর সমালোচনার পর সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির সরকার। খবর গালফ নিউজের।

এর আগে, সৌদি আরবের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সি নারীদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব। তবে সে ক্ষেত্রে একটি দলের অংশ হিসাবে ওমরাহ পালনে যেতে হবে নারীদের। এ ছাড়া ওমরাহ বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে। সেই সাথে কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না বলেও ঘোষণা দেয়া হয়েছিল।

তবে এবার সে সিদ্ধান্ত বাতিল করেছে দেশটি। এ নিয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ কমিটির সদস্য সাঈদ বাগাশওয়ান মিসরের একটি গণমাধ্যমকে বলেছেন, পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়া নারীদের হজ বা ওমরাহ পালনের যে ঘোষণা দেয়া হয়েছিল তা সংশোধন করা হয়েছে। এখন থেকে ৪৫ বছর বা ততোর্ধ্ব বয়সি নারীরাই কেবল পুরুষ অভিভাবক ছাড়া হজ করতে পারবেন। এর চেয়ে কম বয়সি নারী ও তরুণীদের অবশ্যই মাহরাম নিয়ে হজে আসতে হবে।

দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালেয়র পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

Bootstrap Image Preview