Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব জ্বালানি তেলের বাজারে পড়তে পারে-বাণিজ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১০:০১ PM
আপডেট: ২১ মার্চ ২০২২, ১০:০৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের বাজারে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।সোমবার দুপুরে দলীয় সফরে এসে ঠাকুরগাঁও সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।এসময় তিনি বলেন, আমরা ইউক্রেন থেকে গম আমদানি করতাম, এখন আমাদের মাঠ থেকে সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে।

আসন্ন রমজান মাসের আগে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার শঙ্কা নেই উল্লেখ করে তিনি দেশে পর্যাপ্ত মজুত থাকার কথাও উল্লেখ করেন। 
রমজান মাসে পণ্যের দাম বাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, অনেকে সে সময় অধিক পণ্যসামগ্রী সংগ্রহ করে থাকেন, সেজন্য রমজান মাসে বাজারে পণ্যের দাম বেড়ে যায়।

তিনি আরও বলেন, সারা দেশে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। সেই সঙ্গে তদারকি ব্যবস্থাও জোরদার রয়েছে। কোনো ব্যবসায়ী মজুত করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আগামীতেও হবে। সরকার সব সময় চেষ্টা করছে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন বাজারে দাম নিয়ন্ত্রণ থাকে।

এসময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আ'লীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটোসহ জেলা আ'লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview