Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউরোপের আকাশে সৈন্যদের নিয়ে যুক্তরাষ্ট্রের আকাশযান নিখোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ১১:৪০ AM
আপডেট: ১৯ মার্চ ২০২২, ১১:৪০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পূর্ব ইউরোপে চলমান যুদ্ধের মধ্যেই ইউরোপের মাটিতেই নিখোঁজ হলো আমেরিকান আকাশযান। নরওয়ের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, প্রায় ৪ জনকে নিয়ে ইউএস মেরিন কর্পসের আকাশযান নিখোঁজ হয়েছে।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আর্কটিকে ন্যাটোর মহড়া ‘কোল্ড রেসপন্স’ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা এরই মধ্যে একটি সম্ভাব্য বিধ্বস্ত হওয়ার স্থান নির্ধারণ করেছে এবং খারাপ আবহাওয়ার কারণে সেখানে তারা পৌছাতে পারছে না।

নরওয়ের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজ হওয়া ভি-২২ ওসপ্রে আকাশযানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ফোরসভারেট বিমান ঘাঁটিতে এর অবতরণের কথা ছিল। নিখোঁজ হওয়ার আগ মূহুর্তে এর সর্বশেষ অবস্থান ছিল নর্ডল্যান্ড প্রদেশের পর্বতশ্রেনী সল্টজেলেটে।

খারাপ আবহাওয়ার কারণে নির্ধারণ করা এলাকায় পৌছানো কঠিন হলেও সড়ক পথে পৌছানোর বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ।

তবে শুক্রবারই ছিল ‘কোল্ড রেসপন্স’ সামরিক মহড়ার শেষদিন। আমেরিকার সেনা, নৌ ও বিমানবাহিনীর ১ হাজার ৫০০ সেনাসহ ন্যাটো জোটের ১৫ হাজার সেনা এই মহড়ায় যোগ দেয়।

নিখোঁজ হওয়া ভি-২২ ওসপ্রে যুক্তরাষ্ট্র মেরিন কর্পসের ব্যবহার করা বিশেষায়িত আকাশ যান। এটি হেলিকপ্টারের মত উড্ডয়ন করলেও আকাশে ঘুরে বেড়ায় বিমানের মতো। ফলে খুব অল্পস্থানেই এরা উড্ডয়নের মতো জটিল কাজ করে ফেলতে পারে। যেকোনো সামরিক উদ্ধার তৎপরতা ও বিশেষ অপারেশনের জন্য এর কদর রয়েছে।

২০০৭ সাল থেকে এ ধরণের আকাশযান আমেরিকার সামরিক বাহিনীতে পরিচালিত হয়ে আসছে। এখন পর্যন্ত ৭ টি দুর্ঘটনায় প্রায় ১২ জন প্রাণ হারিয়েছে।

Bootstrap Image Preview