Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউক্রেনে ৭ হাজার রুশ সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৯:৪২ PM
আপডেট: ১৭ মার্চ ২০২২, ০৯:৪২ PM

bdmorning Image Preview


ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত ৭ হাজার রুশ সেনা নিহত হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে গণমাধ্যমটি।

নিউ ইয়র্ক টাইমস জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া হিসাব অনুযায়ী, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। তবে কিয়েভের দাবি, রুশ সৈন্য হতাহতের প্রকৃত সংখ্যা ওই সংখ্যার দ্বিগুণের বেশি।

আফগান যুদ্ধে (১৯৭৯-৮৯) প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা মারা যায়। চেচনিয়ার যুদ্ধে নিহত হয় কমপক্ষে ১৩ হাজার রুশ সেনা। অন্যদিকে, সিরিয়ায় নিহত রুশ সেনার সংখ্যা কয়েক শ হতে পারে বলে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়।ইউক্রেন অভিযানের রাশিয়ার দেড় লাখের বেশি সেনা অংশ নিয়েছেন।যুদ্ধে রাশিয়ার চার জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়,  চলমান যুদ্ধে ইউক্রেনে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে।  গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে।

আল-জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চলমান যুদ্ধে ইউক্রেনে রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার ৪৩০টি ট্যাংক, ৮৪টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, এক হাজার ৩৭৫টি সাঁজোয়া যান ও ১১টি ড্রোন ধ্বংস করেছে।এতে বলা হয়েছে, এই পরিসংখ্যান আনুমানিক বলে জানানো হয়। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ২২ তম দিন বৃহস্পতিবার রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায়  ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই ১৩ শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৫০০ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ৪৬ শিশুসহ ইউক্রেনের ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

Bootstrap Image Preview