Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আফ্রিকার সৌন্দর্যে তাড়াতাড়ি ভালো হয়ে যাব : সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ০৪:২০ PM
আপডেট: ১২ মার্চ ২০২২, ০৪:২০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আইপিএলে দল না পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হলেও গত ৬ মার্চ হুট করেই বেঁকে বসেন সাকিব আল হাসান। বিজ্ঞাপনী কাজে দুবাই যাওয়ার আগে সাংবাদিকদের বলে যান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সফরে যাবেন না! এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়। গত পরশু দেশে ফিরেন সাকিব। আজ শনিবার হুট করেই জানা যায়, রবিবার রাতে সাকিব দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন।

তাহলে তার মানসিক সমস্যা কেটে গেল?

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নানা নাটকীয়তার পর আজ শনিবার মিরপুর বিসিবি কার্যালয়ে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন সাকিব। সেই বৈঠক শেষে সাংবাদিকদের পাপন জানান, সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। তিনি সেখানে দুই ফরম্যাটেই 'অ্যাভেইলেবল' আছেন। এরপর সাকিবও বলেন, তিনি এই সিরিজে খেলতে চান।  দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য্য তাকে সারিয়ে তুলতে পারে বলে মনে করেন এই অল-রাউন্ডার।

সাংবাদিকদের সাকিব বলেন, 'দেখেন কোনো কিছু আসলে এক দুই দিনে পরিবর্তন করা সম্ভব না। আমি এখন ভালো অবস্থায় আছি। যেহেতু আমি জানি পুরো পরিষ্কার চিত্র আছে আমার সামনে। আর দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয়তো আপনি যখন ভিন্ন কোন পরিবেশে যান আপনার মানসিকতাটা অনেক বদল হয়ে যায়। আশা করি সেরকম কিছু হবে ভালোভাবে। এবং দলের জন্য ভালো পারফর্ম করতে পারব। '

Bootstrap Image Preview