Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৮শে মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল

দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০২:০৯ PM
আপডেট: ১১ মার্চ ২০২২, ০২:০৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভোজ্য তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮শে মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

আজ সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, করোনা পরিস্থিতির মধ্যে বেড়েছে গ্যাস-পানি ও বিদ্যুতের মূল্য। এরপর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ।

বহুল ব্যবহৃত ভোজ্য তেল সয়াবিনের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। ব্যবসায়িদের চাপে বাণিজ্য মন্ত্রণালয় ১৮০ টাকা নির্ধারণ করে দিলেও তা মানছে না খুচরা ব্যবসায়িরা। প্রশাসন অভিযান চালিয়েও তা নিয়ন্ত্রণ করতে পারছে না। এর পিছনে সরকার ও ব্যবসায়ি সিণ্ডিকেট কাজ করছে বলে মনে করেন বামপন্থি দলগুলোর নেতারা।

Bootstrap Image Preview