Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশিদের উদ্ধারে সীমান্তে যাচ্ছেন দূতাবাসের কর্মীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ১১:২৭ AM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ১১:২৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইউক্রেনে বসবারত বাংলাদেশি নাগরিকদের জন্য ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত উন্মুক্ত করা হয়েছে। এদিকে দেশটিতে থাকা বাংলাদেশিদের উদ্ধারে শুক্রবার সীমান্তে যাচ্ছেন দূতাবাসের কর্মীরা।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিস্থিতি সহজ করতে শুক্রবারই সীমান্তে যাচ্ছেন দূতাবাস প্রতিনিধিরা।

দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেয়া হয়েছে। এ ক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। প্রত্যেক বাংলাদেশিকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে।

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে বৈশ্বিক পরাশক্তি রাশিয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন।

ইউক্রেনের উত্তর-পূর্ব সীমান্ত, ক্রিমিয়া ও রাজধানী কিয়েভে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা প্রতিরোধের কথা জানিয়েছে ইউক্রেনও।

এমন পরিস্থিতিতে ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি দল শুক্রবার সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহযোগিতা করবে।

ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রল অপ্রতুলতা এবং পথে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এ মুহূর্তে এই সীমান্তের দূরবর্তী এলাকায় থাকা প্রবাসী বাংলাদেশিদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণের অনুরোধ করেছে দূতাবাস।

Bootstrap Image Preview