Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগের পরামর্শ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০৬:১২ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০৬:১২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে সে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস থেকে এই পরামর্শ দেওয়া হয়।

পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস জরুরি বার্তায় জানায়, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে সে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন।

ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। একই সঙ্গে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হলো।

এতে আরো বলা হয়, ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার জন্য অনুরোধ করা হলো। যাতে করে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই লক্ষাধিক সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। এর মধ্যে ট্যাংক, কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি।

Bootstrap Image Preview