Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে প্রথম দুটি ‘বেল ৫০৫’ হেলিকপ্টার কিনলো আদ্-দ্বীন ফাউন্ডেশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১৫ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মার্কিন কোম্পানি বেল টেক্সট্রন ইঙ্ক সম্প্রতি বাংলাদেশের বেসরকারি অলাভজনক সংস্থা আদ্-দ্বীন ফাউন্ডেশনকে দুটি বেল ৫০৫ হেলিকপ্টার বিক্রির ঘোষণা দিয়েছে। দেশে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ৮টি হাসপাতালে রোগী স্থানান্তরের কাজে ব্যবহৃত হবে হেলিকপ্টার দুটি।

বেল ৫০৫-এর সেলস ডিরেক্টর লেন ইভান্স বলেছেন, "বাংলাদেশে প্রথম দুটি বেল ৫০৫ হেলিকপ্টার বিক্রির মাধ্যমে এটিই প্রমাণিত হলো, বিশ্বব্যাপী সংস্থাগুলোর মিশন পূরণে বেল ৫০৫ নমনীয়তা ও দক্ষতা এনে দিতে পারে। আমরা গর্বিত যে, আদ্-দ্বীন ফাউন্ডেশন তাদের চিকিৎসা এবং কর্পোরেট মিশন পূরণে বেল ৫০৫ কে বেছে নিয়েছে।" 

সেইসঙ্গে হেলিকপ্টার অপারেশন চালু করার জন্য আদ্-দ্বীন ফাউন্ডেশনকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

প্রাইভেট চার্টার, কর্পোরেট এক্সিকিউটিভস, মেডিকেল ইভাকুয়েশন, জননিরাপত্তা, পাইলটদের প্রশিক্ষণসহ আরও অনেক কাজেই ব্যবহারের জন্য বেল ৫০৫ নিঃসন্দেহে আদর্শ পছন্দ। হালকা ধরনের একক-ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারটির কার্যক্ষমতা ব্যাপক। এছাড়া, এর জ্বালানি ও অন্যান্য পরিচালনা খরচও কম। 

২০১৭ সালে প্রথম বেল ৫০৫ বাণিজ্যিকভাবে বাজারে আসে। বর্তমানে বিশ্বের ছয়টি মহাদেশজুড়ে ৩৬০টিরও বেশি বেল ৫০৫ মানুষের প্রয়োজনে সেবা দিয়ে যাচ্ছে। 

Bootstrap Image Preview