Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রত্যাশার চেয়েও ১ ভোট কম পেয়েছেন পরীমণি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২, ১১:১৪ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২২, ১১:১৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আলোচনার ও সমালোচনার ঝড়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এখন চলছে ভোট গণনা।  চর্চার নিরিখে ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে শিল্পী সমিতির কোনো নির্বাচন ঘিরে এতো আলোচনা হয়নি।আলোচনার পালে আরও হাওয়া জুটিয়েছিলেন  ঢালিউডের এসময়ের আলোচিত নায়িকা পরী। গত  ১২ জানুয়ারি চমক দিয়ে ঢালিউডের আলোচিত নায়িকা জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নিচ্ছেন তিনি! তবে হঠাৎ ১৫ জানুয়ারি জানা যায়, নির্বাচন করছেন না তিনি। পরী প্রত্যাহার করে নিয়েছেন নিজের নাম। তবে বেঁকে বসেন নির্বাচন কমিশন। জানায়, সময় মতো প্রত্যাহারপত্র জমা পড়েনি, তাই নির্বাচনে থাকছেন নায়িকা। থাকবে তার ব্যালট পেপারও।

সে অনুযায়ী আজ (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে ছিল তার নাম। কতটা ভোট পেয়েছেন তা জানা যায়নি এখনও। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে, প্রত্যাশার চেয়েও ১ ভোট কম পেয়েছেন তিনি! আর সেটি পরীর নিজের ভোট-ই! কারণ, এদিন নির্বাচন কেন্দ্র এফডিসিতেই যাননি তিনি। বিষয়টির কারণ জানতে চাওয়া হয় পরীর কাছে। 

জানালেন, এফডিসির স্বাস্থ্য-পরিবেশ দেখে সেখানে যাওয়ার ইচ্ছে হয়নি তার।

পরীর ভাষায়, ‘ছবি বা ভিডিওর সবখানে দেখলাম, কেউ-ই মাস্ক পরেননি। এটা তো অন্তত মেইনটেইন করা উচিত ছিল। আমি একজন সন্তানসম্ভবা হয়ে এতটা অসচেতন হতে পারি না, তাই না?’  

আজকের নির্বাচনে ২৪ জন কার্যনির্বাহী সদস্য প্রার্থীর তালিকায় ১৪ নম্বরে ছিল পরীর নাম। 

এদিকে পরী আগেই জানিয়েছেন, জিতলেও তিনি কমিটিতে থাকবেন না। নিজেকে প্রত্যাহার করে নেবেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমণি। যা প্রকাশ্য করেছেন চলতি বছরের ১০ জানুয়ারি। আর ২১ ও ২২ জানুয়ারি হয়েছে তাদের গায়েহলুদ ও বিবাহোত্তর সংবর্ধনা।

এদিকে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় শুরু হয় শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম ভোটটি দিয়েছিলেন এবারের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। এরপর একে একে অন্য প্রার্থী ও সাধারণ ভোটাররা ভোট দেন।

শিল্পী সমিতির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি গঠন করেছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার। অন্যটিতে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান। দুটি প্যানেলে রয়েছে একাধিক প্রজন্মের বহু তারকা।

কাঞ্চন-নিপুণ প্যানেল

সভাপতি : ইলিয়াস কাঞ্চন

সহ-সভাপতি : রিয়াজ ও ডি এ তায়েব

সাধারণ সম্পাদক : নিপুণ

সহ-সাধারণ সম্পাদক : সাইমন সাদিক

সাংগঠনিক সম্পাদক : শাহানুর

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : নিরব

দম্পর ও প্রচার সম্পাদক : আরমান

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক : ইমন

কোষাধ্যক্ষ : আজাদ খান

কার্যকরী পরিষদের সদস্য : অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া, সীমান্ত।

মিশা-জায়েদ প্যানেল

সভাপতি :  মিশা সওদাগর

সহ-সভাপতি : মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল

সাধারণ সম্পাদক : জায়েদ খান

সহ-সাধারণ সম্পাদক : সুব্রত

সাংগঠনিক সম্পাদক : আলেকজান্ডার বো

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জয় চৌধুরী

দম্পর ও প্রচার সম্পাদক: জেকে আলমগীর

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন

কোষাধ্যক্ষ: ফরহান

কার্যকরী পরিষদের সদস্য : রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী,আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান, হাসান জাহাঙ্গীর।

Bootstrap Image Preview