Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মে ২০২২ | ২ জ্যৈষ্ঠ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ হাজার ৬১৪ জন মৃত্যু ১৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২২, ০৯:৫৭ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২২, ০৯:৫৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


 গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া, করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ২০৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষায় ৯ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ১১ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ২ জন খুলনার, ১ জন বরিশালের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।এর আগের ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪৯ শতাংশ। গতকাল ১১ হাজার ৪৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

Bootstrap Image Preview