Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি সেবা পেতে মানুষ যেন হয়রানির শিকার না হয়: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২, ০৩:২৫ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২২, ০৩:২৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে ভার্চ্যুয়াল ভাষণে তিনি এ আহ্বান জানান।

ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে ডিসিদের লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, ২১ বছর পর আমরা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্র পরিচালনা করার। আওয়ামী লীগ সরকার এসে মানুষের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন উদ্যোগ নেয়। দুর্ভাগ্য আমরাও ৫ বছর পরে আবার আসতে পারিনি। আবার ৮ বছর সময় নষ্ট হয়।

শেখ হাসিনা বলেন, ‘২০০৮-এর নির্বাচনে আমরা জয় লাভ করে আমরা সরকার গঠন করি। পরপর ৩ বার আমরা সরকারে ১৩ বছর পূর্ণ করেছি একটানা। ফলে আমরা বেশ কিছু উন্নয়ন করতে পেরেছি। কিন্তু আমাদের লক্ষ্য আরও অনেক দূর এগিয়ে যাওয়া।’

এ সময় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে ২৩ দফা নির্দেশনা দেন।

কভিড-১৯ এর নতুন প্রকোপের কারণে উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন মন্ত্রী ও সচিবের উপস্থিতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বক্তব্য রাখেন।

খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন বিভাগীয় কমিশনারদের পক্ষে এবং চাঁদপুর ও রংপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও আসিফ আহসান জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাঠ পর্যায়ের প্রশাসনের মাধ্যমে সারাদেশে সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের কল্যাণ ও কাজ নিশ্চিত করার জন্য সেবা সম্পর্কিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

কভিড-১৯ বিবেচনায় সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানান্তরিত করা হয়েছে এবং এতে ৭০০ জনের বসার ক্ষমতা থাকলেও মাত্র ৬৪ জনকে অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এখন পর্যন্ত দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচজন ডিসি কভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন।

সম্মেলনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সন্ধ্যায় ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন।

Bootstrap Image Preview