Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিত্রনায়িকা শিমু হত্যা: গণমাধ্যমের সামনে ‘অভিযুক্ত’ নায়ক জায়েদ (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২, ১০:৪৯ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২২, ১০:৪৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকার কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী সাখাওয়াত আমিন নোবেলকে আটক করেছে র‌্যাব-১০। একইসঙ্গে নোবেলের গাড়ির চালক ফরহাদকে আটক করা হয়েছে।

এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন চিত্রনায়িকা শিমুর ভাই। মঙ্গলবার (১৮ জানুয়ারি) শেষরাতে তিনি গণমাধ্যমকে জানান, তার মামলায় আটক দুই আসামি কেরানীগঞ্জ থানায় রয়েছে। 

নায়িকা শিমুর ভাই দাবিদার ওই ব্যক্তি চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনের মিশা-জায়েদ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। চিত্রনায়ক জায়েদ খান নিজের ফেসবুক আইডি থেকে গনমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার মুহুর্তটি লাইভ করেন।

প্রসঙ্গত, সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। তার লাশ ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ‘হত্যাকাণ্ডে’ চিত্রনায়ক জায়েদ খানের ‘হাত রয়েছে’ বলে অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে গণমাধ্যমের মুখোমুখি হন জায়েদ।

মিশা-জায়েদ প্যানেলের এই সাধারণ সম্পাদক পদপ্রার্থী দাবি করেন, শিমুর সঙ্গে গত দুই বছরে তার দেখা হয়নি। এমনকি সেলফোনে কথা পর্যন্ত হয়নি।

এ হত্যাকাণ্ড ও ‘অপপ্রচারের’ পেছনে শিল্পী সমিতির নির্বাচনের ‘নোংরা রাজনীতি’ দেখছেন বলেও উল্লেখ করেন জায়েদ খান।

শিমুর ভাই জানান, চিত্রনায়িকার গাড়িতে রক্ত লেগেছিল। গাড়ির চালক র‌্যাবের কাছে ‘হত্যাকান্ডের’ বর্ণনা দিয়েছে বলেও দাবি করেন তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, যেহেতু লাশটি বস্তাবন্দি ছিল এবং গলায় দাগ ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করছি এটি হত্যাকাণ্ড। তবে এ বিষয়ে আমরা তদন্ত করছি।

এ বিষয়ে নায়িকা সাদিয়া মির্জা বলেন, শিমু আপা রোববার সকাল ১০টা থেকে সোমবার পর্যন্ত নিখোঁজ ছিলেন।

জানা যায়, রোববার সকাল ১০টায় বাসা থেকে বের শিমু। এরপর থেকে তাকে আর কোথায়ও খুঁজে পাননি স্বজনরা। পরে রাত ১১টায় কলাবাগান থানায় শিমু নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।

Bootstrap Image Preview