Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকার প্রার্থী হারবে না বললেন শামীম ওসমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০৪:৩৪ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২২, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট দেয়ার স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, নৌকার প্রার্থী হারবে না। এর মধ্যে যদি বলে কোনো কথা নেই।

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে নিজ কেন্দ্র নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে ভোট দিয়ে বেরিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘আমি রিকশা করে ভোট দিতে এসেছি। আসতে আসতে যেটুকু খবর পেয়েছি নির্বাচন খুব সুষ্ঠু ও সুন্দর হয়েছে। নারায়ণগঞ্জ সংঘাতময়, কথাটা তাদের ব্রেইন চাইল্ড। আমরা আগেও বলেছি নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে। আমাদের অ্যাচিভমেন্ট জনগণ স্যাটিসফায়েড কিনা। তারা ভোটটা দিতে পেরেছেন। রাষ্ট্রের মালিক জনগনণ।

‘আমিও সংসদে বেতন পাই, ভিআইপি সার্ভিস পাই। জনগণ সন্তুষ্ট হলেই সেটা জাতির পিতার কন্যার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট।’

তিনি বলেন, ‘যারা নির্বাচনের আগে গরীবের কাছে হাত পেতে ভোট চেয়েছেন, নির্বাচনের পর যেন তাদের পেটে লাথি না মারেন।’

নিজে নৌকায় ভোট দিয়েছেন জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কোনো কথা নেই। নৌকার বিজয়ে সম্পূর্ণ অবদান জনগণের।’

শামীম ওসমান বলেন, ‘নির্বাচনে জয় পরাজয় আছে, একজন জিতবেন, একজন হারবেন। আমি রাজনীতি করি, জাতীয় সংসদের একজন সদস্য। আজকে প্রথম ভোট দিলাম ইভিএমে। ভোটটা দিয়ে ভাল্লাগলো। আমার ফিঙ্গারপ্রিন্ট সবসময় ঝামেলা করে। আজকে করল না। তার মানে মেশিনটা ভালো।’

Bootstrap Image Preview