Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের দিন ঘর থেকে বের হতে লাগবে জাতীয় পরিচয়পত্র

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২২, ১২:০৮ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২২, ১২:০৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ভোটের দিন রোববার জাতীয় পরিচয়পত্র ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কাউকে চলাফেরা করতে দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

শহরের পুলিশ লাইনসে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনি ব্রিফিংয়ে এ কথা বলেন পুলিশ সুপার মো. জায়েদুল আলম।

তিনি বলেন, ‘১৮ বছরের ঊর্ধ্বের কাউকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় জাতীয় পরিচয়পত্র ছাড়া চলাচল করতে দেয়া হবে না। তাই নারায়ণগঞ্জবাসীকে আগামীকাল (রোববার) এনআইডি নিয়ে চলাফেরার আহ্বান জানানো হয়েছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট উপলক্ষে শুক্রবার শেষ হয়েছে ১৭ দিনের বিরামহীন প্রচারণা। এবার ভোটের অপেক্ষা। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ। ভোট হবে ইভিএম পদ্ধতিতে। পাঁচ বছরের জন্য নতুন নগরপিতা পাবে নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাত জন প্রার্থী। আর ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ১৪৮ জন। আর ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৩২।

নির্বাচনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯২টি। আর ভোটার রয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন, যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, আর নারী ভোটার আছেন ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।

১৯২টি কেন্দ্রের সব কটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি ভোট অনুষ্ঠিত হবে। শনিবার সকালে শুরু হবে নারায়গঞ্জের জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তিতে আছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

তিনি বলেন, ‘ইভিএম প্রচার চলেছে সারা দিন। ছিল মক ভোটিংয়ের ব্যবস্থা। আগামীকাল (শনিবার) আমাদের কেন্দ্রে সরঞ্জাম যাবে। তার আগে প্রিসাইডিং অফিসারদের একটি ব্রিফিং করা হবে। পুলিশ লাইনসে পুলিশ কর্মকর্তাদের একটি ব্রিফিং হবে। তারপর তারা মালামাল নিয়ে কেন্দ্রে চলে যাবে। সব প্রস্তুতি কার্যক্রম ভালোভাবে সম্পন্ন হয়েছে।’

১৯২টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি: নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে কাজ করছেন মোট ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। থাকছে বিজিবির টহল।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম শুক্রবার বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। এখানে উৎসবের আমেজ বিরাজ করছে। তিনটি থানা এলাকা থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ৩০টি চিহ্নিত করা হয়েছে। ওই সব কেন্দ্রকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’

মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যেমন থাকবেন, তেমনি প্রতিটি ওয়ার্ডে বিজিবির টিম মোতায়েন থাকবে।’

নির্বাচন ঘিরে কোনো প্রার্থীর নেতাকর্মী বা সমর্থকদের গ্রেপ্তার বা কোনো ধরনের হয়রানি করা হয়নি বলেও জানান জায়েদুল।

তিনি বলেন, ‘আমরা শুধু রুটিন ওয়ার্ক হিসেবে কাজ করছি। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, শুধু তাদের আইনের আওতায় আনা হচ্ছে অথবা নজরদারিতে রাখা হয়েছে।’

Bootstrap Image Preview