Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবির সাবেক অধ্যাপক সাইদাকে অপহরণের পর হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২, ০৪:২৮ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২২, ০৪:২৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সাইদা খালেককে অপহরণের পর হত্যা করা হয়েছে।

শুক্রবার সাভার থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া।

তবে কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনও বিস্তারিত জানা যায়নি।

অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া বলেন, ‘সাভার থেকে তিনি তিন দিন আগে অপহরণ হয়েছিলেন। সাভারের হাউজিং প্রকল্পের পাশে তিনি ভাড়া বাসায় থাকতেন। সাভার থেকেই আজ উনার লাশ পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে সেখানে আমাদের আবাসন প্রকল্পের সভাপতি পদে আছেন।’

নিজামুল হক ভুঁইয়া বলেন, ‘অধ্যাপক সাইদা খালেক ছয় বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান। তার বয়স বর্তমানে ৭১।’

ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের হাউজিং প্রকল্পের সভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক শিকদার মনোয়ার মোরশেদ বলেন, ‘এটি অপহরণ না। এটি একটি মার্ডার কেস। আসামিকে পুলিশ ধরেছে। তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে। আপনি কাশিমপুর থানার পুলিশের সাথে কথা বললে আরও বিস্তারিত জানতে পারবেন।’

Bootstrap Image Preview