Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোট কেন্দ্রে হামলায় জখম: মামাকে বাঁচাতে পারলেন না রাব্বানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৫৭ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৫৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হারলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ।

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন তিনি। সেখানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা।

রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান রোববার রাত ১০টার দিকে ফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, মোশারফ মোল্লা পেয়েছেন ৩ হাজার ২৬২ ভোট, আর সালাউদ্দিন পান ২ হাজার ৫০৫ ভোট।

রোববার বিকালে ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে মামার ভোট দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জখম হন গোলাম রাব্বানী। ছুরির আঘাতে ডান হাতের তিনটি আঙুল কেটে যায়।

এ বিষয়ে নিউজবাংলাকে গোলাম রাব্বানী বলেন, ‘প্রকাশ্যে ভোট দেয়ার অভিযোগে ওই কেন্দ্রের বাহিরে আমি গেলে মোশারফ মোল্লার নির্দেশে তার ছেলে সোহেল মোল্লা আমার উপর হামলা চালায়। এতে আমার কয়েকটি আঙ্গুল কেটে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

ফলাফলের বিষয়ে তিনি বলেন, ‘হার-জিত থাকতেই পারে। এ বিষয়ে কিছু বলতে চাই না।’

এদিকে বিজয়ের পর মোশারফ মোল্লা বলেন, ‘গোলাম রাব্বানী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোটকেন্দ্র দখল করতে গিয়েছিল। পরে সেখানকার উত্তেজিত জনতা তাদের ধাওয়া দেয়। সেখানে থেকে তারা একটি ঘরে আশ্রয় নিলে আমি ও আমার ছেলে গিয়ে তাকে উদ্ধার করি। আর জনগণ যে আমার সাথে আছে, এ বিজয়ই তার প্রমাণ।’

‘এতো কিছুর পরেও আমার বিজয়কে থামাতে পারেনি। আমি জনগনের সেবক হিসেবে থাকব আজীবন।’

Bootstrap Image Preview