Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীতা আম্বানির সোনা মেশানো পানির দাম জানেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১০:০১ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১, ১০:০১ PM

bdmorning Image Preview


ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি যে পানি পান করেন সেই পানির দাম কত? ক্রীড়াপ্রেমীরা তো বটেই, বিরাটের ভক্তরাও তা হয়তো জানেন। কিন্তু ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে পানীয় পান করেন, তার দাম শুনলে হতবাকই হবেন।

দাবি করা হয়, নীতা আম্বানি নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন। ৭৫০ মিলিলিটার পানির বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ টাকারও বেশি। তাহলে এবার হিসেব করে নিন, নীতার এক ঢোক পানির দাম কত পড়ে!

দাম তো না হয় জানলেন। কিন্তু পানির কেন এত দাম, এবার সেই বিষয়টাও একটু জেনে নেওয়া যাক। স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে পানি নীতা পান করেন তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির একটি।

বোতলবন্দি ওই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই পানীয় স্বর্ণভস্ম মিশ্রিত। এতে ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই জলের দাম লাখ লাখ টাকা।

আরও কারণ আছে। শুধু পানি নয়, বোতলের জন্যও এই পানির দাম এত বেশি। ২০১০ সালে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল।

বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার টাকা।

Bootstrap Image Preview