Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে জবি ছাত্রীকে চাপা, ট্রাকচালক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১০:০৩ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১, ১০:০৩ AM

bdmorning Image Preview


সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা আক্তার মিতু (২২) নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপনকে (২৪) আটক করেছে পুলিশ। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ১০নং বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো.বেলালের ছেলে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে সোনাইমুড়ী থানা পুলিশ তাকে আটক করে। রাত ১১টার দিকে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহীম খলিল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।    

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির ইটবোঝাই একটি ট্রাকের চাপায় সাবরিনা আক্তার মিতু নিহত হন। তিনি জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  (২০১৬-১৭ শিক্ষাবর্ষ)  তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন । তিনি সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ির মর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিন বোনের মধ্যে তিনি সবার বড়।

ঘটনার পর চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়। 

Bootstrap Image Preview