Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুজিবনগরে অবহেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:৪২ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:৪২ PM

bdmorning Image Preview


দেশে উদযাপিত হচ্ছে বিজয়ের সুবর্ণজয়ন্তী। জাতির ইতিহাসের এমন গুরুত্ববহ সময়ে স্বাধীনতার সূতিকাগার খ্যাত মুজিবনগরেই অবহেলা অযত্নে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে জমেছে ধুলা। ভাস্কর্য জুড়ে জমেছে ছত্রাক। রাজধানীর তৎকালীন রেসর্কোস ময়দানে ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের ভাস্কর্যের অবস্থাও একই।

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন সরকারি অফিসে আলোকসজ্জাসহ নানা আয়োজন থাকলেও মুজিবনগর কমপ্লেক্সে নেই তেমন কোনো আয়োজন।

বুধবার সরেজমিনে স্মৃতি কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের ভিড়। কেউ মানচিত্র, আবার কেউ ভাস্কর্যগুলো দেখছেন। তাদের মধ্যে কয়েকজন মন্তব্য করেন, ভার্স্কযগুলোতে যে এভাবে ময়লা জমেছে, দেখার কী কেউই নেই?

এ সময় পার্শ্ববর্তী জেলা থেকে ঘুরতে আসা তন্ময় আহম্মেদ বলেন, ‘এখানে এসে মানচিত্র দেখে বুঝতে পারছি স্বাধীনতার যুদ্ধ চলাকালে শরণার্থীরা কীভাবে দেশ ছেড়েছে। ভার্স্কয দেখে মনে হচ্ছে স্বাধীনতার যুদ্ধ সামনে থেকে দেখছি, কিন্তু ভাস্কর্যগুলোর রং নষ্ট হয়ে গেছে। এগুলোর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আরেকটু যত্নশীল হওয়া উচিত।’
মুজিবনগরে অবহেলায় বঙ্গবন্ধু

এ স্মৃতি কমপ্লেক্স দেখভালের দায়িত্বে রয়েছে গণপূর্ত বিভাগ। ভাস্কর্যের বিষয়ে জানতে চাইলে মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল বলেন, ‘মুজিবনগর কমপ্লেক্সের সব কিছুই আমরা রক্ষণাবেক্ষণ করি। আগামীকাল বিজয় দিবস, তাই সময় পাইনি। শুক্রবার থেকে আমরা ভাস্কর্যে রংয়ের কাজ করব।’

Bootstrap Image Preview