Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দল থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ- সাইফকে বাদ দেয়া রাসেল থানায় আটক, হবে শাস্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ১১:৩৬ AM
আপডেট: ২১ নভেম্বর ২০২১, ১১:৩৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


করোনা নিরাপত্তার জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়া দর্শকের নাম রাসেল। নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে থাকা পেসার মুস্তাফিজের কাছে ছুটে যান তিনি। সেই ঘটনায় রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানায় নেওয়া হয়েছে। জানা গেছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজা হবে রাজধানীর আদাবরের এই বাসিন্দাকে।

মিরপুর জোনের টহল পরিদর্শক মোহাম্মদ মাহফুজুল হক বকশি বলেন, ‘আইনগতভাবে যেটি ঘটার সেটিই ঘটবে। আমরা প্রথম যে কাজটি করেছি, ঘটনা ঘটার পরেই আমরা তাকে হেফাজতে নিয়ে নিয়েছি। আমাদের ডিসি স্যার ছিলেন, উনি সঙ্গে করেই থানায় নিয়ে গেছেন।’

নিরাপত্তা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সিকিউরিটি লেবেল তো আসলে ভালোই ছিল। জৈব সুরক্ষা বলয়ের কারণে যেখানে যেখানে প্রবেশ করা সম্ভব, আমরা সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করেছি। সে মূলত টিকিট কেটেই ঢুকেছিল। ওর পরিকল্পনাই ছিল মাঠে ঢুকার। সে মুস্তাফিজুর রহমানের পাগল ফ্যান। তো পরিকল্পনা করেই ঢুকেছিল। টিকিট কেটে তার জায়গাতেই ঢুকেছিল, হঠাৎ করে এই ঘটনাটি ঘটিয়েছে।’

জানা গেছে কুমিল্লা শহরে বাড়ি রাসেলের। বাবার নাম জাকির হোসেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র তিনি।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের তখন দ্বিতীয় ইনিংস চলছে। ১৩তম ওভারে ব্যাট করছে পাকিস্তান। এমন সময় নর্দান গ্যালারির লোহার প্রাচীর টপকে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা পড়েন মুস্তাফিজের পায়ের কাছে। এরপর চুমু খেতে থাকেন তিনি। পরে ওই দর্শককে সরান নিরাপত্তাকর্মীরা।  বেরসিক ভক্তের কর্মকাণ্ডে মাঠ থেকেই উঠে যেতে হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। এবার সেই অতি উৎসাহী ভক্তের কারণে দল থেকেই ছিটকে পড়েছেন তিনি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বিকে। শেষ টি-টোয়েন্টির দল থেকে বাদ দেয়া হয়েছে সাইফ হাসানকেও। তার পরিবর্তে দলে এসেছেন তরুণ ওপেনার পারভেজ ইমন।

পারভেজ ইমন কী করবেন? আদৌ ২২ নভেম্বর শেষ ম্যাচে একাদশে জায়গা হবে কি হবে না? তার জবাব দেবে সময়। তবে এখনকার খবর , প্রথমে ১৬ জনের মধ্যে জায়গা না পেলেও শেষ মুহূর্তে সাইফ হাসানের পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ বাঁ-হাতি ওপেনার পারভেজ ইমন।

আগামী সোমবারের শেষ ম্যাচের জন্য ১৬ জনের দলে ডাকা হয়েছে পারভেজ ইমনকে। একই সঙ্গে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার কামরুল ইসলাম রাব্বিও।

প্রসঙ্গতঃ প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়েও যাচ্ছেতাই পারফরম্যান্স দেখালেন সাইফ হাসান। তুমুল প্রত্যাশা ছিল তাকে নিয়ে। কিন্তু প্রথম ম্যাচে ১ রান করার পর দ্বিতীয় ম্যাচে আউট হলেন কোনো রান না করেই।

আজ শনিবার খেলা শেষ হওয়ার ঘণ্টা চারেক পর, রাত ১০ টার দিকে হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে, সাইফ হাসানকে চট্টগ্রামে টেস্ট দলের সঙ্গে অনুশীলনে পাঠিয়ে দেয়া হচ্ছে বা হবে।

খবরের সত্যতা জানতে প্রধান নির্বাচকের সঙ্গে যোগাযোগ করা হলে মিনহাজুল আবেদিন নান্নু রাত ১১টা নাগাদ জানান, ‘হ্যাঁ, পারভেজ ইমন দলে এসেছে। আর সাইফকে যদি মনে করি, তাহলে চট্টগ্রামে টেস্ট দলের অনুশীলনে পাঠিয়ে দেয়া হতে পারে।’

তবে পাঠানো হবেই বা হয়েছেই- এমন কোনো নিশ্চয়তা দেননি নান্নু। তার শেষ কথা, শুধু পারভেজ ইমনই না আমরা কামরুল ইসলাম রাব্বিকেও দলে নিয়েছি।

কার জায়গায় কামরুল ইসলাম রাব্বি দলে আসবে? প্রধান নির্বাচকের জবাব, ‘মোস্তাফিজ তো খেলতে পারবে না। তাই আমরা কামরুল ইসলাম রাব্বিকে দলে ডেকেছি। মোস্তাফিজের ব্যাকআপ হিসেবে রাব্বি দলভুক্ত হয়েছে।’

তবে কি আজ মাঠে হঠাৎ ঢুকে পড়া অতি উৎসাহী দর্শক তার পদপ্রান্তে লুটিয়ে পড়ায় মোস্তাফিজের জৈব সুরক্ষা বলয় ভেঙে পড়ার কারণে বাদ দেয়া হলো? সে প্রশ্নের জবাব পরিষ্কার করেননি নান্নু। তবে, আগেই জানা গিয়েছিল, ভক্তের কাণ্ডে মোস্তাফিজের সুরক্ষা বলয় ভেঙে যাওয়ার কারণে সতর্কতা হিসেবে পুরো দলেরই করোনা টেস্ট করা হবে।

তা জানতে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে প্রশ্ন রাখা হলে তিনি বলেন, ‘এ মুহূর্তে বলা যাচ্ছে না যে মোস্তাফিজ জৈব সুরক্ষা বলয়ের কারণেই বাদ। আমরা কাল রোববার সকালে পুরো দলের টেস্ট করাবো, তারপর বলা যাবে তার কোভিড জনিত সমস্যা আছে কি না?’

তবে মোস্তাফিজের বিষয়ে পরিষ্কার করে দিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন, ‘মোস্তাফিজের সাইড স্ট্রেইন আছে। তাই ঝুঁকি না নিয়ে আমরা কামরুল ইসলাম রাব্বিকে দলে ডেকেছি।’

প্রসঙ্গতঃ শেষ টি-টোয়েন্টিতে যদি রাব্বি খেলার সুযোগ পান, তাহলে এটা হবে তার টি-টোয়েন্টিতে অভিষেক। কারণ, এর আগে তিনি ৭টি টেস্ট ম্যাচ খেললেও কোনো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি খেলেননি। এছাড়া ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।

Bootstrap Image Preview