Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গর্ভপাতের বৈধতা চেয়ে বিক্ষোভ, উত্তাল আমেরিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২১, ০৯:৩২ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০২১, ০৯:৩২ AM

bdmorning Image Preview


গর্ভপাতের অধিকারের সমর্থনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। সমাবেশে অংশগ্রহণকারীরা টেক্সাস অঙ্গরাজ্যের একটি নতুন আইনের বিরোধিতায় একাত্মতা জানান।

টেক্সাসের ওই আইনে গর্ভপাতের অধিকার মারাত্মকভাবে সীমিত করা হয়েছে বলে জানান সমাবেশে অংশগ্রহণকারীরা। গর্ভপাত সংক্রান্ত সাংবিধানিক অধিকার বাতিল করা হতে পারে—এমন আশঙ্কা গর্ভপাতের অধিকারের সমর্থকদের।

আগামী কয়েক মাসে মার্কিন সুপ্রিম কোর্টে এমন একটি মামলার শুনানি হতে যাচ্ছে, যার ফলে বাতিল হয়ে যেতে পারে ‘রো বনাম ওয়েড’ মামলার রায়। ১৯৭৩ সালের ওই রায়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে গর্ভপাত বৈধতা পেয়েছিল। বিক্ষোভকারীরা ‘গর্ভপাতের পক্ষে আইন চাই’, ‘আমার সিদ্ধান্তের অধিকার আমার’ ইত্যাদি স্লোগান সংবলিত ব্যানার বহন করে। তারা সবুজ স্কার্ফ পরে বিক্ষোভ করে, যা গর্ভপাতের পক্ষে আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সারাবিশ্বে।

মঙ্গলবার ছিল আন্তর্জাতিক নিরাপদ গর্ভপাত দিবস। দিবসটি সামনে রেখে এল সালভাদর, চিলি, পেরু, মেক্সিকো এবং কলম্বিয়ায় বিক্ষোভকারীরা সমাবেশ করেছে। লাতিন আমেরিকায় গর্ভপাত কঠোরভাবে নিষিদ্ধ। ভ্রূণ হত্যার অপরাধে সেখানকার শত শত নারী কারাগারে আটক আছেন।

ওয়াশিংটন ডিসিতে গর্ভপাতের পক্ষে নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীদের সুপ্রিম কোর্ট ভবনের উদ্দেশে মিছিল করতে দেখা গেছে। গর্ভপাতের অধিকারের সমর্থনে ‘উইমেন’স মার্চ’ সমাবেশের আয়োজন করে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে গভর্নর ক্যাথি হোচুল স্থানীয় সময় গতকাল শনিবার দুটি সমাবেশে বক্তব্য দেন। ক্যাথি হোচুল বলেন, ‘গর্ভপাতের অধিকার নিয়ে লড়াই করতে করতে আমি অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়েছি। গর্ভপাতের বৈধতার আইন দেশে প্রচলিত একটি আইন। কেউ তা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না, আজ নয়, কোনোদিন নয়।’

Bootstrap Image Preview