Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন তিন বন্ধু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৬ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৬ AM

bdmorning Image Preview


মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে তিন বন্ধু গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে অপর বন্ধু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন- উপজেলার রশুনিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে হাফিজুর রহমান আকাশ (১৯), ডাকাতিয়াপাড়া গ্রামের মো. মিনু খানের ছেলে ইয়ামিন (১৮) এবং ঢাকার মিরপুরের মো. মোস্তফা সিকদারের ছেলে রায়হান (২০)।

নিহত আকাশের ভাই জাকির হোসেন বলেন, ওরা তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। ইমামগঞ্জ ব্রিজ এলাকায় গেলে ওদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন মিয়া বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ব্রিজের রেলিংয়ে আছড়ে পড়ে। এতে তিনজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয় জনতা ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে দুজন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় রাতে আরেকজন মারা গেছেন বলে জানা গেছে।

Bootstrap Image Preview