Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানুষের মতো বানরের হাসি !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ০৯:০৪ AM
আপডেট: ১৮ আগস্ট ২০২১, ০৯:০৪ AM

bdmorning Image Preview


বানরটির মুখ খোলা এবং দাঁত বের করা দৃশ্য যে অবিকল মানুষেরই মতো। ছবি দেখে গুলিয়ে যাওয়ার স্রোতে বিজ্ঞানসম্মত সঠিক উত্তরটি কখনোই প্রকাশিত হতে পারবে না। অবিকল মানুষের মতো হাসি হলেও তা মানুষের হাসি নয়।

সম্প্রতি সিলেট বনবিভাগের সংরক্ষিণ বন সাতছড়ি জাতীয় উদ্যানে এ ছবিটি তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষক ড. মনিরুল এইচ খান।  

তিনি বলেন, এটা আসলে বানরের হাসি নয়। তার শারীরিক প্রকাশভঙ্গি। গাছের ডালে খাবারের সন্ধানে ঘুরে বেড়ানার সময় তার মুখের একটি অন্যরকম প্রকাশভঙ্গি এটি। যা আমরা কখনই দেখিনি আগে। আপাতদৃষ্টিতে বানরের হাসি মনে হলেও এটি তা নয়।

বানরটির নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, এটি আসলে আসামের বানর (Assamese Macaque)। ‘আসামি বানর’ শব্দবন্ধটি এভাবে লিখলে দেখতে খারাপ লাগে। তাই এর সঠিক নামকরণ হবে অহমী বানর বা আসামের বানর। আমাদের দেশে দেখা পাওয়া সাধারণ আকারের বানরের চেয়ে এরা বড়। এরা আমাদের দেশের সিলেট বিভাগের রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়াশ্রম, সাতছড়ি জাতীয় উদ্যান এবং চট্টগ্রামের চিরসবুজ বনের প্রাণী।

ড. মনিরুল আরো বলেন, অহমী বানর বা আসামের বানর আমাদের বাংলাদেশে বিলুপ্তপ্রায় এবং বিপন্ন প্রজাতির প্রাণী। মৌলভীবাজারের নিউসমনবাগ চা বাগানে এক সময় এ বানরটি ছিলো বলে জানতে পেরেছি।  

সম্প্রতি এর ছবি ধারণ করি সাতছড়ি জাতীয় উদ্যানে এসে। সকালের দিকে ছবিটি তুলেছি। এটি পুরুষ অহমী বানর।

আইইউসিএন, বাংলাদেশের ‘লাল তালিকায়’ প্রাণীটিকে ‘প্রায় বিপদগ্রস্ত’ বলে উল্লেখ করা হয়েছে বলে জানান বন্যপ্রাণী গবেষক ড. মনিরুল।

Bootstrap Image Preview