Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, জুন ২০২২ | ১৩ আষাঢ় ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

পিএসজিতে ৩০ নাম্বার জার্সি গায়ে মাঠে নামবেন মেসি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ১২:৫৯ PM
আপডেট: ১০ আগস্ট ২০২১, ১২:৫৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখন পিএসজিতে যোগদান করছেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পিএসজিতে যাচ্ছেন মেসি- এমনটিই বলছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। এমন গুঞ্জনের মাঝেই মেসিকে ৩০ নম্বর জার্সি পরার জন্য প্রস্তাব জানিয়েছে পিএসজি।

পিএসজিতে থাকা ব্রাজিলীয় তারকা নেইমার বন্ধু মেসিকে দশ নম্বর জার্সিটি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি মেসি। তিনি জানান, দশ নম্বর জার্সিটি তার বন্ধুর (নেইমার) জন্যই তোলা থাকবে। বার্সেলোনায় সর্বশেষ দশ নম্বর জার্সি পড়লেও, ক্লাবটিতে আরো দুইটি নম্বরের জার্সি গায়ে দিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা। একটি ৩০ এবং অপরটি ১৯। এই দুইটি নম্বরের মধ্যে থেকে একটি বেছে নিতে পারেন মেসি। তবে ৩০ নম্বর জার্সিটি পছন্দের ক্ষেত্রে এগিয়ে থাকবে বলে জানা গেছে।

মেসিকে ৩০ নম্বর জার্সি প্রস্তাব করার পেছনে কারণও আছে। ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। তাই এই জার্সি পরেই ক্যারিয়ার শেষ করতে পারেন মেসি। পিএসজির সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি মেসির। চুক্তি হলে তখনই জানা যাবে মেসি কত নম্বর জার্সি পরবেন!

Bootstrap Image Preview