Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কোরবানিতে বিক্রি না হওয়া ৮ লাখের ‘কালা মানিক’ মারা গেছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০২:৩৯ PM
আপডেট: ২৮ জুলাই ২০২১, ০২:৩৯ PM

bdmorning Image Preview


কোরবানির জন্য বিক্রি করবেন বলে ৮ লাখ টাকা দিয়ে ঢাকার এক ব্যবসায়ীর কাছ থেকে গরুটি কিনেছিলেন কৃষক দ্বীন মোহাম্মদ। আদর করে গরুটির নাম রেখেছিলেন ‘কালা মানিক’।

গরুটি অসুস্থ থাকায় কোরবানির ঈদে বিক্রি করতে পারেননি তিনি। মঙ্গলবার (২৭ জুলাই) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামে দরিদ্র কৃষক দ্বীন মোহাম্মদের বাড়িতে অসুস্থ অবস্থায় এক টন ওজনের গরুটির মৃত্যু হয়। পরে দুপুরে গর্ত খুড়ে কালা মানিককে পুঁতে ফেলা হয়েছে।

দ্বীন মোহাম্মদ জানান, গত আট বছর ধরে বাড়িতে একটি শেড দিয়ে ‘ভাই ভাই’ নামে ফার্ম পরিচালনা করে আসছেন। অনেক আদর-যত্ন করেই ব্রাহমা জাতের গরুটি বড় করে তোলেন।

আদর করে নাম দিয়েছিলেন ‘কালা মানিক’। মৃত্যুর আগে গরুটির ওজন ছিল এক টন। ঈদুল আজহা উপলক্ষে ঢাকার এক ব্যবসায়ী গরুটি আট লাখ টাকায় ক্রয় করেছিলেন। কিন্তু ঈদের কয়েক দিন আগে রোগ ধরা পড়ায় ব্যবসায়ীকে জানানো হয়।

পরে তিনি আর গরুটি নেননি। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ালেও রোগ ভালো হয়নি। সোমবার রাতে খাওয়ানোর সময়ও গরুটি ভালো ছিল। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখেন মারা গেছে।

তিন আরও বলেন, ‘গরুর খাবার ও চিকিৎসা বাবদ মানুষের থেকে অনেক টাকা ঋণ করেছি। মনে করেছিলাম চিকিৎসায় রোগ ভালো হয়ে যাবে। আমি শেষ হয়ে গেছি।

Bootstrap Image Preview