Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতল ফ্লোরা ডাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ১১:৫৫ AM
আপডেট: ২৭ জুলাই ২০২১, ১১:৫৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


টোকিও অলিম্পিকে ট্রায়াথলনের নারী ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্লোরা ডাফি।

১৫০০ মিটার সাঁতার, ৪০ কি.মি. সাইক্লিং ও ১০ কি.মি. দৌড়- এ তিন ধাপ পেরিয়ে স্বর্ণপদক জিততে ডাফি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ মিনিট ১৪ সেকেন্ড এগিয়ে ছিলেন তিনি।

এই ইভেন্টে রৌপ্য জিতেছেন ২০২০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের টেইলর ব্রাউন (১ ঘণ্টা ৫৬ মিনিট ৫০ সেকেন্ড) ও ব্রোঞ্জ জিতেছেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ক্যাটি জ্যাফারস (১ ঘণ্টা ৫৭ মিনিট ৩ সেকেন্ড)।

৪০ কিলোমিটার সাইক্লিংয়ের সময় খানিক ভুগতে হলেও, দৌড়ের সময় সবাইকে ছাড়িয়ে গেছেন ৩৩ বছর বয়সী ডাফি। যা তাকে এনে দিয়েছে স্বর্ণপদক। সাইক্লিংয়ের সময় টেইলর ব্রাউনের টায়ার পাংচার হলেও, তা কাটিয়ে রুপা জিতে নিয়েছেন এ জর্জিয়ান।

এবারের অলিম্পিকের ট্রায়াথলনে পদক জেতা তিনজনের রয়েছে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব। ডাফি জিতেছেন ২০১৬ ও ২০১৭ সালে। টেইলর জিতেছেন ২০২০ সালে আর ক্যাটি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১৯ সালে।

গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকে বারমুডাকে প্রথম স্বর্ণ ও সবমিলিয়ে দ্বিতীয় পদক জিতিয়েছেন ডাফি। স্বর্ণ জেতার পর উচ্ছ্বসিত ডাফি জানিয়েছেন, এটি অর্জনের মাধ্যমে দেশকে বড় কিছু দেয়ার স্বপ্নপূরণ হয়েছে তার।

Bootstrap Image Preview