Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিম্বাবুয়ের সাথে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ০১:৩৫ PM
আপডেট: ১৮ জুলাই ২০২১, ০১:৩৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জিম্বাবুয়ের রাজধানী হারারেতে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে  মাঠে নেমেছে তামিম ইকবালের দল।

আজ রোববার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

এর আগে শুক্রবার (১৬ জুলাই) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর দেড়টায় মাঠে নামবে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ দলে আছেন: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে চোটের কারণে এ ম্যাচে খেলছেন না পেসার মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ থাকছেন: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, টিমিসেন মারুমা, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।

এদিকে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ৩০ পয়েন্ট চায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক এ সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভূক্ত। ম্যাচ প্রতি বরাদ্দ ১০ পয়েন্ট। সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিতে প্রতিটি ম্যাচেই জয়ের টার্গেট নিয়ে মাঠে নামবে টাইগাররা। 

প্রথম ওয়ানডেতেও টসে হেরেছিল বাংলাদেশ। তবে সেদিন জিম্বাবুয়ে অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছিলেন ফিল্ডিংয়ের। সেই জিম্বাবুয়ে আজও টসে জিতেছে। তবে এবার সিদ্ধান্তে পরিবর্তন এল। টসে জিতে ব্যাটিংয়ে নামছে স্বাগতিকরা।

Bootstrap Image Preview