Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় হামলা ও লুটপাট আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ০৪:১০ PM
আপডেট: ১৩ জুলাই ২০২১, ০৪:১০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীরা হামলা ও লুটপাট আতঙ্কে প্রতিনিয়ত দিন অতিবাহিত করছে। 

বাংলাদেশি প্রবাসীদের জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ২ লাখের বেশি বাংলাদেশি ব্যবসাসহ নানা কাজে যুক্ত আছেন। স্বাধীনতার আগে শেতাঙ্গদের বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গরা স্বাধীনতার ২৭ বছর পর এসে নিজেরাই বর্ণবাদী হয়ে উঠেছে এবং জড়িয়ে পড়েছে লুটপাটেসহ নানা অপরাধে।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের বর্ণবাদের শিকার হয়ে আসছে দেশটিতে বসবাসকারী প্রবাসীরা। গত কিছু দিন থেকে কৃষ্ণাঙ্গদের হামলা এবং লুটপাটের শিকার হয়ে আসছেন বাংলাদেশিরা। দেশটির ৯ প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী এসব বাংলাদেশি প্রতিদিন কৃষ্ণাঙ্গ কর্তৃক হামলা এবং লুটপাটের শিকার হয়ে আসছেন।

সম্প্রতি গত মে মাসে দেশটির ফ্রি-স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনে কৃষ্ণাঙ্গদের হামলা ও লুটপাটের শিকার হয়ে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে ৭ হাজার বাংলাদেশি প্রবাসী। এর পরপরই পুরো দেশে হামলা ছড়িয়ে পড়ে। মে মাসে শুরু হওয়া কৃষ্ণাঙ্গদের এই হামলা ও লুটপাট এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। 

দেশটির নর্থ ওয়েস্ট, জোহানসবার্গ, পুমালাঙ্গা, ইস্টার্ন কেপসহ বেশ কিছু প্রদেশে এখনো হামলা এবং লুটপাট চলছে। গত শুক্রবার পর্যন্ত জোহানসবার্গের সয়েটোসহ বেশ কিছু এলাকায় কৃষ্ণাঙ্গরা অসংখ্য অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে। কৃষ্ণাঙ্গরা এখন দক্ষিণ আফ্রিকা থেকে বিদেশি নাগরিকদের বের করে দেয়ার দাবি তুলেছে তাদের সরকারের কাছে৷ কৃষ্ণাঙ্গদের দাবি বিদেশিরা তাদের কর্মসংস্থান দখল করে নিয়েছে। বিদেশিদের পরিবর্তে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান তৈরির দাবি জানাচ্ছে কৃষ্ণাঙ্গরা।

Bootstrap Image Preview