Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে কোনদিন তর্কে না জড়ানোর চুক্তিসই করলো ব্রাজিল সমর্থক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ০৯:৩০ PM
আপডেট: ০৭ জুলাই ২০২১, ০৯:৩০ PM

bdmorning Image Preview


ফুটবল নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্কের যেন শেষ নেই। বিশেষ করে সেটা যদি হয় ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা নিয়ে তাহলে তো কথায় নেই। উভয় দলের মধ্যে সমর্থকদের মধ্যে উত্তেজনা লেগেই থাকে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে দুই সমর্থক গোষ্ঠীর মারপিটের ঘটনাও ঘটেছে। 

প্রতিনিয়ত এ দুই সমর্থকগোষ্ঠীর মাঝে নানা বিরোধের খবর পাওয়া যায়। সর্বশেষ নওগাঁর নিয়ামতপুরে তেমনই একটি সংবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তর্কে জড়াবে না বলে স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন এক ব্রাজিল সমর্থক। তার নাম আব্দুল্লাহ আল বাকি। তিনি  নিয়ামতপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র।

মঙ্গলবার তিনি নিজ ফেসবুক আইডিতে ২০ টাকার স্টাম্পের ওপর নিজ হাতের লেখা অঙ্গীকারনামার ছবি পোস্ট করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। একই সঙ্গে বুধবার বিকেলে নিয়ামতপুর উপজেলা সদরের একটি সংগীত একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিতও করেন আব্দুল্লাহ আল বাকি। 

তিনি স্টাম্পে লিখেছেন, 'আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, ততদিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সঙ্গে তর্কে জড়াব না। কারণ ওরা কোনো যুক্তিই বোঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা; খেলায় না। বিভিন্ন দলের শিরোপা সংখ্যার কথা আসামাত্রই এরা পাগলা ষাঁড়ের মতো তেড়ে আসে।'

বাকি আরও লিখেছেন, ''কতটা নির্বোধ হলে তারা আজও 'সেভেন আপ, সেভেন আপ' বলে চিল্লাপাল্লা করে! এটা দেখে জার্মানির সমর্থকেরাও অনেকটা হতাশ। কারণ জার্মানির অর্জনটাও তারা নিজেদের অর্জন বলে দাবি করে। তার চেয়ে বরং অন্যান্য দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান। ইতালি বা জার্মানি আছে তাদের সঙ্গে তর্ক করেন। শেয়ানে শেয়ানে লড়াই জমবে। নিজেকে কেন পাঁচতারকা থেকে ঠেলে দুই তারকার লেভেলে আনবেন?''

ওই অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন বাকি। সাক্ষী হিসেবে রেখেছেন আশিকুজ্জামান নামের আরেক ব্রাজিল সমর্থককে। পরে পরিচিত আর্জেন্টিনা সমর্থকদের কাছে স্ট্যাম্পের ফটোকপি বিলিও করেছেন। এর ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে।

সংবাদ সম্মেলনে বাকি বলেন, 'আমার ছাত্ররাজনীতির সহযোদ্ধা, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় এলে তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরেও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা; যাতে করে আর কখনো তাদের সঙ্গে আমার তর্কে জড়াতে না হয়। তাই এই বিষয়টিই যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করেছি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের।' 

আব্দুল্লাহ আল বাকি আরও বলেন, 'এটি অনেকের কাছে পাগলামি মনে হলেও আমাদের মতো ফুটবলপ্রেমীর জন্য সঠিক কাজ বলে মনে করি। আমার পছন্দের দল ব্রাজিল সময় মতো সবাইকে দেখিয়ে দেবে কে সেরা দল। হারুক বা জিতুক ব্রাজিল সব দলের চেয়ে বেস্ট বলে মনে করি।'

Bootstrap Image Preview